ABP Ananda LIVE: রাজ্য় সরকারের উদ্য়োগে খুলতে চলেছে উত্তরবঙ্গের একাধিক চা বাগান। দার্জিলিংয়ে মাসের পর মাস বন্ধ থাকা তিনটি চা বাগান খোলার সিদ্ধান্ত হয়ে গেছে। আলিপুরদুয়ারেও কাজ শুরু হতে চলেছে একাধিক চা বাগানে। শ্রম দফতরের এই উদ্য়োগে হাসি ফুটেছে অসংখ্য় চা বাগানের শ্রমিকের মুখে।